জোর পুর্বক লক্ষাধীক টাকার গাছ কর্তন করে জমি দখলের চেষ্ঠা 856 0
ফাইল ফটো
জোর পুর্বক লক্ষাধীক টাকার গাছ কর্তন করে জমি দখলের চেষ্ঠা ।, শত্র“তার জের ধরে এক ব্যাক্তির লক্ষাধিক টাকার গাছ কর্তন করে জমি দখলের চেষ্ঠায় থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে। এলাকাবাসী ও অভিযোগ সুত্রে যানাযয়, উক্ত গ্রামের খয়ের উদ্দিন মিয়ার পৈত্রিক সুত্রে বাস্তভিটা ৬২ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। সে মোতাবেক ৪০,৬২ ও নতুন মাঠ রের্কড ও রয়েছে তাহার নামে। জমিটি বাড়ীর পাশে পতিত থাকার কারনে প্রতিবেশীর কোন ভুমিহীন মানুষের মৃত্যু হলে উক্ত জমির একাংশে সম্মতি ক্রমে কবর দেয়া হত। স¤প্রতি প্রতিবেশী নওশাদ মিয়া (৩৫), রওশন মিয়া (৪০), হাসেন মিয়া (৩০), হোসেন মিয়া ৩২ এবং ফজলুল মিয়া (৬৫) এর সঙ্গে পারিবারিক বিষয়ে বিরোধ হওয়ার জের ধরে গত সমবার সকাল ৯ ঘটিকায় ২৫ থেকে ৩০ জন লোক সংঘ বব্ধ হয়ে, ৩০টি কলাগাছ, শতাধিক আম, কাঠালের গাছ সহ একটি বাশ ঝাড় সমুলে কর্তন করে। যাহার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকার উর্দ্ধে হবে বলে যানাযায়। এ ঘটনায় খয়ের উদ্দিনের পুত্র গোলাম মোস্তফা মেম্বার পুলিশে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছিলে দুস্কৃতিকারিরা পালিয়ে যায়। অপরদিকে অভিযুক্ত ব্যাক্তিদ্বয়ের সঙ্গে কথা হলে তারা বলেন যে, উক্ত জমি আমাদের পুর্ব পুরুষ থেকে কবরাস্থান হিসেবে ব্যবহার করে আসছি । এটি তাহাদের সম্পত্তি নয়, টাকার বিনিময়ে তাহাদের নামে মাঠ রের্কড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।